ক্যান্টনমেন্ট বোর্ড জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট
মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারী ২০১৯

সেবা সমূহ

১। ক্যান্টনমেন্ট এর সকল পৌর কার্যাদি;

২। শিক্ষা;

৩। জনস্বাস্থ্য নিরাপত্তা;

৪। সেনানিবাসের সৌন্দর্য বর্ধন;

৫। জন্ম ও মৃত্যু নিবন্ধন;

৬। বিভিন্ন স্থাপনা নির্মাণ;

৭। শিশু পার্ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ;

৮। সেনানিবাসের অভ্যন্তরে বৃক্ষ রোপণ;

৯। নিরাপত্তা বাতিসমূহ;

১০। সেনানিবাসের অভ্যন্তরে হিংস্র প্রাণী নিধন;

১১। ফুলের নার্সারী;

১২। সেনানিবাসের কবরস্থান পরিচালনা;

১৩। মসজিদ পরিচালনা;

১৪। সেনানিবাসের সড়কে ও প্রধান সড়কে সাইনবোর্ড-নিয়নবোর্ডের মাধ্যমে নির্দেশনা প্রদান;

১৫। নিলাম ডাক/ইজারা বৃক্ষ ও অন্যান্য সরকারি বিধি অনুযায়ী প্রক্রিয়া করণ;

১৬। সরকারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সেনাবাহিনীর আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করণ;

১৭। সরকারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সেনানিবাসের ভোটার তালিকা হালনাগাদ করণ;

১৮। সময়ে সময়ে সরকারি নির্দেশনা মোতাবেক সেবা প্রদান।