ক্যান্টনমেন্ট বোর্ড জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট
মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারী ২০১৯

জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড এর অবস্থান

সুরমা নদীর তীরে গড়ে ওঠা সিলেট সদর উপজেলাধীন সিলেট শহর থেকে উত্তর পূর্বদিকে প্রায় ১৫ কিঃ মিঃ দূরে সিলেট তামাবিল মহাসড়কের পার্শ্বে বটেশ্বর, চুয়াবহর বটেশ্বর, চেরাগাং টি গার্ডেন ও ঠাকুরের মাটি মৌজায় জালালাবাদ সেনানিবাস অবস্থিত। এ সেনানিবাসে পদাতিক ও যুদ্ধ কৌশল বিদ্যাপীঠ (এসআইএন্ডটি) নামে উচ্চত্তর সমর প্রশিক্ষণ কেন্দ্র এবং কয়েকটি পদাতিক ব্রিগেড দপ্তর ও বিভিন্ন ইউনিট/সংস্থা রয়েছে।  জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড এর পশ্চিম পার্শ্বে (এসআইএন্ডটি) নামে উচ্চত্তর সমর প্রশিক্ষণ কেন্দ্র ও উত্তর পার্শ্বে জিই (আর্মি), জালালাবাদ সেনানিবাস এবং দক্ষিণ পার্শ্বে তামাবিল মহাসড়ক এবং পূর্ব পার্শ্বে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল ও জৈন্তাপুর প্রবেশ গেইট বিদ্যামান।