ক্যান্টনমেন্ট বোর্ড জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট
মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারী ২০১৯

জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড এর ইতিহাস

হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহপরান (রঃ) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত ‘প্রকৃতি কন্যা’ সিলেট সর্বসাধারণের কাছে ‘পূণ্যভূমি’ হিসেবে পরিচিত। একে আধ্যাতিক নগরীও বলা হয়। পাহাড়-টিলা, চা-বাগান ও সবুজ বনানী পরিবেষ্টিত সিলেটকে বলা হয় প্রকৃতি কন্যা। এই এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমিতে বাংলাদেশ স্বাধীনতার পর ১৯৭৪ সালে ‘‘জালালাবাদ সেনানিবাস’’ প্রতিষ্ঠিত হয়।  বাংলাদেশ সামরিক/বিমান/নৌ বাহিনীর সামরিক/অসামরিক সদস্য ও সিভিল জনসাধারণের সেবা প্রদানের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গঠিত সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্টে ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে। বর্তমানে ১৫টি ক্যান্টনমেন্টে বসাবাসরত সামরিক/অসামরিক সদস্য ও সিভিল জনসাধারণের পৌর সেবা প্রদানের লক্ষ্যে একটি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে। এই পরিপ্রেক্ষিতে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডের কার্যক্রম ০১-১১-১৯৮৯ খ্রিঃ তারিখে শুরু হয়।  জালালাবাদ সেনানিবাসে প্রথম ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে ছিলেন জনাব এ.এম. মোতালেব হোসেন। তিনি ০১-১১-১৯৮৯ থেকে ৩১-১২-১৯৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন।